শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে ৬ বছরের শিশু ধর্ষণকারী গ্রেফতার

সেনবাগে ৬ বছরের শিশু ধর্ষণকারী গ্রেফতার

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৬ বছরের শিশু ধর্ষনকারী চন্দন দাস (৪০) কে গ্রেফতার। শুক্রবার রাতে সেনবাগ থানার এসআই সঞ্জয় শিকদারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি বিশেষ দল চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এর আগে গত ৭ জুলাই উপজেলার কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে চন্দন দাস একই বাড়ির ৬ বছেরর শিশুকে ধর্নষণ করে। এঘটনায় সেনবাগ থানায় গত ৭/৭/২৩ ইং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ সংশোধনী ৩ এর ৯ (১) ধারায় সেনবাগ থানায় মামলা নং-৭, দায়ের করে। ওই ঘটনার পর থেকে ধর্ষণকারী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে সেনবাগ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

১৩৫ বার ভিউ হয়েছে
0Shares