শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষক নিহত, আহত ২

সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষক নিহত, আহত ২

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামে বজ্রপাতে মোঃ নজরুল ইসলাম (২৫) এক কৃষক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় একই গ্রামের মোঃ হারুন (৩৫) ও মাসুদ (২৮) নামের আরো দুই কৃষক গুরুত্বর আহত হয়।আহতদেরকে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোঃ নজরুল ইসলাম সুবর্নচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেক প্রকাশ মানিকের ছেলে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে বজ্রফাতে ওই হতাহাতের ঘটনাটি ঘটেছে।

বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের একটি জমিতে তিন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিন কৃষক ব্যক্তি ভাবে আহত হয়। এদের মধ্যে মোঃ নজরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

৪৬ বার ভিউ হয়েছে
0Shares