বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুরে একসঙ্গে জন্মানো তিন ভাই-বোন পেলেন জিপিএ-৫

বিরামপুরে একসঙ্গে জন্মানো তিন ভাই-বোন পেলেন জিপিএ-৫

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুর বিরামপুরে শুক্রবার (২৮ জুলাই ) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে একসঙ্গে ১ ভাই ও দুই বোন জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছেন। তাদের এ সফলতায় আনন্দিত পরিবারের সদস্যরা।

তারা হলেন- এক ভাই লাসার সৌরভ মুর্মু ও দুই বোন মেরি মৌমিতা মুর্মু, মারতা জেনিভিয়া মুর্মু। তারা তিন ভাইবোন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন।

তাদের বাবা উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের বাসিন্দা । তাদের বাবা জোহানেস মুর্মু একটি বে-সরকারী সংস্থায় চাকরী করেন এবং মা সোহাগীনি হাসদা গৃহিনী। তিন ভাই-বোনের মধ্যে লাসার সৌরভ মুর্মু ইঞ্জিনিয়ার, ও দুই বোন হতে চাই ডাক্তার।

তাদের এ সাফল্যে গর্বিত বাবা জোহানেস মুর্মু ও মা সাহাগীনি হাসদা সব স্বপ্নই এই তিন সন্তানকে ঘিরে। সন্তানদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের সহযোগিতা ও সবার দোয়া কামনা করেছেন তারা।

১১১ বার ভিউ হয়েছে
0Shares