বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ ! বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হেলালের স্ত্রী কারাগারে।।

পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ ! বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হেলালের স্ত্রী কারাগারে।।

পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ ! বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হেলালের স্ত্রী কারাগারে

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ১ কোটি ৭২ লাখ ১২ হাজার ৪৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দীন শেখ হেলালের ১ম স্ত্রী হেলেনা পারভীনের (৫২) জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়ার সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী ওই আদেশ দেন।
অপর দিকে একই আদালত ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদক’র মামলায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দীন শেখ হেলাল ও তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম (নাজী) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদেরকে পুর্বাবত রেখে আগামী ধার্য্য তারিখে শুনানীর জন্য আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপ পরিচালক মোঃ মনিরুজ্জামন বাদি হয়ে জেলা কার্যালয়ে ওই আসামির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে ওই আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করেন। এর মধ্যে মোঃ সামছুদ্দীন শেখ হেলালের বড় স্ত্রী হেলেনা পারভীনের বিরুদ্ধে ১ কোটি ৭২ লাখ ১২ হাজার ৪৩৯ টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়। মামলাটি তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক তারিকুল ইসলাম হেলেনা পারভীনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অপর মামলায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দীন শেখ হেলালের বিরুদ্ধে ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকার অবৈধ সম্পদ পাওয়ায় তাকে এবং তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম’র (নাজী) বিরুদ্ধে মামলাটি তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান অভিযোগ পত্র দাখিল করেন। সামছুদ্দীন শেখ হেলাল বগুড়া শহরের চকসুত্রাপুর শহীদ বেলু রোডের মজিবর রহমানের ছেলে।

৪০ বার ভিউ হয়েছে
0Shares