বৃহস্পতিবার- ২০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে দুই উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা 

নাটোরে দুই উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা 

নাটোর প্রতিনিধি   : নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের নির্বাচনে আহম্মদ আলী ঘোড়া প্রতিকে ২০ হাজার ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. আতিয়ার রহমান আনারস প্রতিকে পেয়েছেন ১৯হাজার ৯০৩ ভোট।
অন্যদিকে বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে মো. মোয়াজ্জেম হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ২৪৭ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিছুর রহমান দোয়াত-কলম প্রতিক নিয়ে পেয়েছেন ২৪হাজার ৬৩৪ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. আরিফ হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তৃতীয় ধাপে নাটোরের ২ উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গুরুদাসপুর উপজেলায় ঘোড়া প্রতিকের  আহম্মদ আলী  ও বড়াইগ্রামে আনারস প্রতীকের মো. মোয়াজ্জেম হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।#
৪৩ বার ভিউ হয়েছে
0Shares