বুধবার- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
এসএসসিতে পার্বতীপুরে আলো রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শতভাগ সাফল্য

এসএসসিতে পার্বতীপুরে আলো রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শতভাগ সাফল্য

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানের নাম ‘আলো রেসিডেন্সিয়াল মডেল স্কুল’। মোট পরীক্ষার্থী ৫১ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৪ জন। ১৭ জন ‘এ’ গ্রেড। পাসের হার নিখুঁতভাবে শতভাগ। পার্বতীপুর শহরের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। একটানা দুই বছর ধরে শতভাগ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। স্কুলটি ২০১১ সালে পার্বতীপুর শহরের আমীরগঞ্জে স্থাপিত হয়। এসএসসি পরীক্ষার শতভাগ সাফল্যই স্কুলটির সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছেন তিনি হলেন মোঃ রফিকুল ইসলাম। স্কুলের ম্যানেজিং কমিটির পরিচালক। চৌকস এই বিদ্যুসাহী মানুষটি হাতে কলমে পরিশ্রম করেন শিক্ষক মন্ডলী নিয়ে। কি করে ভাল ফলাফল অর্জন করা যায়। কি করে স্কুলটির আধুনিকায়ন করা যায়? স্কুল নিয়ে তাঁর চিন্তার শেষ নেই। সারাক্ষণ শিক্ষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তাঁর কথা ও কাজের ধরণ সত্যিই আলোকপাত করার মতই। এই শিক্ষা প্রতিষ্ঠানটির ইর্ষনীয় সাফল্যের নেপথ্যের কারিগরেরা সন্তুস্ট নন। তাদের মতে ফলাফল আরও ভাল হতে হবে।

আলো রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহীন আকতার বলেন, গৌরবোজ্জ্বল সাফল্যের পিছনে শিক্ষার্থীদের পরিশ্রম সাধনাই ফল। শিক্ষকদের ও অভিভাবকদের সঠিক গাইড লাইনের মাধ্যমে এই সফলতা। তিনি আরও বলেন পড়ালেখায় সঠিক নির্দেশনা, পরিকল্পিত পাঠদান, পরিচালনা পরিষদের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে আমাদের আজকের এ সাফল্যতা।

২৩৫ বার ভিউ হয়েছে
0Shares