শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুবর্নচরে স্ত্রীর সঙ্গে ঝড়গার জের কৃষকের আত্মহত্যা

সুবর্নচরে স্ত্রীর সঙ্গে ঝড়গার জের কৃষকের আত্মহত্যা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-স্ত্রীর ঝড়গার জেরে মোঃ হেলাল উদ্দিন (৪৫)নামরে এক কৃষক বুধবার গলায় ফাঁসি দিয়ে আত্বহত্যা করেছে। নিহত মোঃ হেলাল উদ্দিন সবর্নচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে।

পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, নিহত হেলালের মেয়ের বিয়ে দেওয়ার জন্য স্ত্রীর পরামর্শে একটি জমি বিক্রি করে বাধ্য হন। এরপর জমি ক্রেতারা জমি দখল করতে এসে বিক্রিত জমিনে অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা চালায়। এ নিয়ে গতকাল বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হেলাল। পরে খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।

৬৯ বার ভিউ হয়েছে
0Shares