বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে আইএফআইসি ব্যাংকের ৯০৬ তম উপশাখার উদ্বোধন

সেনবাগে আইএফআইসি ব্যাংকের ৯০৬ তম উপশাখার উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,aনোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট বাজারে আইএফআইসি ব্যাংকের ৯০৬ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে মঙ্গলবার ছমির মুন্সির হাট কাঁচা বাজারের রৌশন মার্কেটস্থ ব্যাংকের শাখা কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইএফআইসি ব্যাংকের চৌমুহনী শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তফা মামুনের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী আহছান উল্লাহ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সেনবাগ উপজেলা বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু, নোয়াখালী ব্রিকফিল্ড মালিক সমিতির সেক্রেটারীএকে.এম আবতাব উদ্দিন,ছমির মুন্সির হাট বহুমুখী সমবায় সমিতির সভাপতি বশির আহমেদ,সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, শাখা ব্যবস্থাপর নিলয় চৌধুরী, ভবন মালিক সার্জেন খাজা খায়ের সুজন ও মোঃ ফারুক প্রমুখ।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS