শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেগমগঞ্জে অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

বেগমগঞ্জে অস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশ উপজেলার কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে এক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করে। বুধবার দিবাগত বৃহস্পতিবার রাতে উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারের ইসমাইলের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার প‚র্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত হারুন মোল্লার ছেলে মোঃ ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মৃত মৌলভী রফিক মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সোহেল (২৮) একই বাড়ির শাহাবুদ্দিন আবসানের ছেলে জুবায়ের হোসেন প্রকাশ ফয়সাল (২৯)।

বেগমগঞ্জ থানার আফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।

৯৬ বার ভিউ হয়েছে
0Shares