শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেনবাগে স্বেচ্ছোসেবকদল সভাপতি খলিল গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেনবাগে স্বেচ্ছোসেবকদল সভাপতি খলিল গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মোঃ ইব্রাহিম খলিল নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার মোঃ ইব্রাহিম খলিল সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওই ইউপির সোনাকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

গতকাল রোববার রাতে গোপান সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সোমবার (১৭ জুলাই) দুপুর আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

৬২ বার ভিউ হয়েছে
0Shares