মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে পুলিশ পরিচয়ে ফ্রান্স প্রবাসীর বাড়িতে ডাকাতি

সেনবাগে পুলিশ পরিচয়ে ফ্রান্স প্রবাসীর বাড়িতে ডাকাতি

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুলিশ পরিচয়ে এক ফ্রান্স প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত সোমবার রাত ২টার দিকে উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দী ৭নং ওয়ার্ডের ফজু মুন্সির বাড়িতে ওই ডাকাতির ঘটনাটি ঘটেছে। এসময় মুখোশপরা ৫/৬জনের একদল সশস্ত্র ডাকাত বসতঘরের কলাপসিবল গেইট ও কাঠের দরজা ভেঙ্গে বসতঘরের ভিতরে ডুবে প্রবাসীর স্ত্রী ইশরাত জাহার রিপা (৩৪),মেয়ে জান্নাতুল নাঈম অর্পা (১৭), শ্বাশুড়ী জাহানারা বেগম(৬০) মারধর করে এবং শিশূ হুজাফ (৬)কে জিম্ম করে আলমিরার চাবি নিয়ে নগদ ৮৫ হাজার টাকা, ৪ভরি স্বর্ণালংকার,২টি মোবাইলফোন নিয়ে যায়। পরে জরুরী সেবা ৯৯৯এ ফোন করলে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন পুলিশ পরিচয়ে ঘরে ডুকে টাকা,স্বর্ণালংকার নিয়ে যাবার কথা স্বীকার করেন। তবে,ঘটনাটি ডাকাতি নয় বলে জানান তিনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা নেওয়া হলে জানান ।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares