শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় মিথ্যা কথা বলেছেন : -পঞ্চগড়ে রেলপথমন্ত্রী

বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় মিথ্যা কথা বলেছেন : -পঞ্চগড়ে রেলপথমন্ত্রী

পঞ্চগড় : রেলপথমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন বলেছেন,বিভিন্ন পত্র-পত্রিকায় বা টেলিভিশনে এসেছে যে পুলিশের আঘাতে কিংবা গুলিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, এটা সঠিক নয়। বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা গয়েশ্বর চন্দ্র রায় পঞ্চগড়ে এসেছেন এবং এই বাড়িতে এসেছেন। এতো কিছুর জানার পরও উনি কিন্তু একটি সঠিক কথা বলেননি। অনেকটা মিথ্যা কথা বলেছেন।
তিনি আরও বলেন, আরিফিন যে পুলিশের গুলিতে বা পুলিশের আঘাতে মারা গেছে এই কথাটি সবই মিথ্যা। তার শরীরে পুলিশের কোন আঘাত লাগেনি। এই মিথ্যাচারটা নাও করতে পারতেন।
তথ্যমন্ত্রী যেটা বলেছিলেন এবং ঢাকা থেকেও আমি খবর শুনেছি এবং তার যে সুরতহাল ও পোস্ট মডেম রিপোর্ট প্রত্যেকটাই কিন্তু এটা প্রমাণ করে যে তার হার্টএটাকে মুলত মারা গেছে।
যেহেতু রাজনীতি কর্মসুচী অংশ গ্রহণ করেছিলো সে যদি অংশ গ্রহণ না করতে দুর্ঘটনা না ঘটতে পারতো। আমি এই মুত্যুর জন্য শোক প্রকাশ করছি।
শুক্রবার (৩০ডিসেম্বর)বিকেল সাড়ে ৫টায় পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের চন্দনপাড়া গ্রামের নিহত আরিফিনের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা,নিহত পরিবারবর্গসহ আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৯৩ বার ভিউ হয়েছে
0Shares