বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেলের আধুনিক যন্ত্রপাতি সরবরাহ

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেলের আধুনিক যন্ত্রপাতি সরবরাহ

পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেলের আধুনিক যন্ত্রপাতি সরবরাহকরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)এর অর্থায়নে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) এর সহায়তায় আজ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব এর আধুনিকমানের যন্ত্রপাতি সরবরাহ এবং ফলক উম্মোচন সহ রক্ত পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এর সভাপতিত্বেে এসময় , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল্লাহ আল মহিউদ্দিন সহ উপজেলা প্রকৌশলী ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সরবরাহকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে, হেমাটোলজী এনালাইজার, বায়োকেমিষ্ট এনালাইজার, ইলেক্ট্রোলাইট এনালাইজার, ইউরিন এনালাইজার, হরমন এনালাইজার ও জেনারেটর।
এসব মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের কারণে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় আরো একধাপ এগিয়ে গেল। উপজেলার স্বল্প আয়ের মানুষেরা প্যাথলজিক্যাল পরীক্ষা নীরিক্ষায় অনেকটা আর্থিক সহায়তা পাবে।

১২৪ বার ভিউ হয়েছে
0Shares