বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসুচী উপলক্ষে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসুচী উপলক্ষে সংবাদ সম্মেলন

পঞ্চগড় : সারা দেশের ন্যায় পঞ্চগড়ে আগামীকাল ১লা সেপ্টেম্বর থেেক পঞ্চগড়ে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসুচী চালু হতে যাচ্ছ।
পঞ্চগড় জেলার ভোক্তাদরে মাঝে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে ওএমএসরে চাল দেয়া হবে। জেলার ৫ উপজেলার ১৯টি স্থানে ১৯ জন ডিলারের মাধ্যমে মাসে সর্বোচ্চ ২ বার কেনা যাবে ওএমএসরে চাল।
এদিকে একই দিনে জেলার ৫ উপজেলার ৮৮ জন ডিলারের মাধ্যেেম ৫১ হাজার ৩ জন ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল কিনতে পারবে। আগামী ৩০ নভম্বের পর্যন্ত চলবে এ কর্মসুচি।
এছাড়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে চতুৃর্থ বারের মত জেলার ৬৯ হাজার ৭৫ জন কার্ডধারী ভোক্তার মাঝে ১৬ জন ডিলারের মাধ্যমে ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি ১১০ টাকা দরে ২ লিটার সোয়াবিন তেল,৬৫ টাকা কেজি দরে ২ কেজি মুসর ডাল দেয়া হবে।
বুধবার (৩১ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো জহুরুল ইসলাম এ তথ্য জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক,জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল হকসহ গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।

১০৭ বার ভিউ হয়েছে
0Shares