রবিবার- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে আগামী মাসে চা নিলাম কেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা

পঞ্চগড়ে আগামী মাসে চা নিলাম কেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা

পঞ্চগড় : পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মাসে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চা শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সাথে শনিবার(২০মে)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মল টি গার্ডেনওনার্স অ্যান্ড টি টেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য জানান।
এসময় অ্যাসোসিয়েশন সভাপতি আমিরুল হক খোকনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চা চাষী আনোয়ার সাদাত সম্রাট,কাজী অ্যান্ড কাজী টি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সোয়াইব আহমেদ, রুপসী বাংলা টি ব্রোকার্সের সৈয়দ মুনিম, চা বাজার জাত কারী হিমালয় সতেজ টির ব্যবস্থাপনা পরিচালক ফরাত জাহান সাথী ও সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন মূল প্রবন্ধে জানান, গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে।
যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। প্রস্তাবিত দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য ১২ টি ব্রোকার হাউজ ও ৮ টিওয়্যার হাউজ আবেদন করেছে। এরমধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে।
পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হলে বায়াররা আরো ফ্রেশ চা কিনতে পারবে। তরুণ দের কর্মসংস্থান হবে। পরিবহণ খরচ কমবে। এতে করে কাঁচা চা পাতার দাম বাড়বে। অনলাইনে নিলাম পরিচালিত হবে। ফলে বায়ারদের খরচ কমে আসবে। সামগ্রিক ভাবে এখান কার চাযের মান উন্নয়নে বড় ধরণের ভূমিকা রাখবে।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares