বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ

পঞ্চগড় : জ্বালানী তেল,পরিবহণ ভাড়াসহ সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,পঞ্চগড় সদর উপজেলা।
সোমবার (২২ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির নেতা- কর্মীরা শহরের লিচুতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয়ায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।
এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহেরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আহবায়ক আদম সুফি,আবু দাউদ প্রধান ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares