শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ও পল্লী ঋণ বিতরণ

পঞ্চগড়ে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ও পল্লী ঋণ বিতরণ

পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ও পল্লী ঋণ বিতরণ এবং আদায় মেলা অনুষ্ঠিত হয়েছ।
গত সোমবার সকালে তেঁতুলিয়া উপজেলার দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্রণী ব্যাংকের জগদলহাট শাখার আয়োজনে এই কৃষি ও পল্লী ঋণ বিতরণ এবং আদায় মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি ও পল্লী ঋণ বিতরণের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
এসময় অগ্রণী ব্যাংকের জগদলহাট শাখার ব্যবস্থাপক জুয়েলার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের ঠাকুরগাঁও অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. আখতার হাসান, দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেমান আলী, সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ।
এসময় ২১ জন গ্রাহকের অনুকূলে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত মোট ১৮ লক্ষ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয় এবং ৫ লক্ষ ৬৩ হাজার ৯২৭ টাকা ঋণ আদায় হয়।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares