শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভারতে মহানবী (সা) কে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ভারতে মহানবী (সা) কে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় অফিস : ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা কর্তৃক রাসুল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজ শেষে পঞ্চগড় শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে শহরের শেরে বাংলাপার্কের সামনে সমবেত হয়।
পরে মুসল্লিরা শেরে বাংলা পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আ. ন. ম আব্দুল করিম, ঈমান আক্বীদা রক্ষাকারী কমিটির সভাপতি ড. আব্দুর রহমান, পঞ্চগড় জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ, হাফেজ মীর মোর্শেদ তুহিনসহ অনেকে।
এসময় মুসল্লিরা নূপুর শর্মার ফাঁসির দাবি জানান।

১১৪ বার ভিউ হয়েছে
0Shares