শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে চুরি হওয়া গাড়িসহ চোর আটক

নাচোলে চুরি হওয়া গাড়িসহ চোর আটক

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক মাস পূর্বে চুরি হওয়া চার্জার ভানগাড়ী উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে অটক করেছে নাচোল থানাপুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, গত ৮ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে নাচোল ইউপির রাজবাড়ি কলেজের সামনের পাকা রাস্তা থেকে নেজামপুর ইউপির দোগাছী গ্রামের ওয়াজেদ আলীর প্রতিবন্ধী ছেলে(ভ্যানচালক) আব্দুর রহিম(৩২)কে অজ্ঞাতনামা চোরেরা চেতনানাশক দ্রব্য পান করিয়ে তার ভ্যানগাড়ি নিয়ে পালিয়ে যায়। ভ্যানচালকের জ্ঞান ফিরলে ওই রাতেই বিষয়টি নাচোল থানাপুলিশকে অবহিত করে। এরই প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে গত ৯ মে রাতে অভিযান চালায়। পুলিশের আভিযানিক টীম রাত দেড়টায় নেজামপুর বাজার থেকে যশোর জেলার কতোয়ালী থানার শংকরপুর গ্রামের নূরমোহাম্মদ গাজীর ছেলে বর্তমান ঠিকানা রাজশাহী জেলার তানোর থানার থানাপাড়ার বাপ্পী গাজী(৩৫)কে আটক করে। চোর বাপ্পীর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ওই রাতেই রাজশাহী জেলার মোহনপুর থানার আমলাইন গ্রামে অভিযান চালিয়ে চুরি যাওয়া চার্জার ভানগাড়িটি উদ্ধার করে। এব্যাপারে নাচোল থানায় নিয়মিত মামলা হয়েছে ও ধৃত অসামীকে আজ শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS