শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে সুইস রাস্ট্রদূতের প্রকল্প পরিদর্শন

নাচোলে সুইস রাস্ট্রদূতের প্রকল্প পরিদর্শন

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার :সুইজারল্যান্ডের রাস্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় ডাসকো ফাউন্ডেশনের তত্বাবধানে বাস্তবায়িত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও কঠিন বর্জ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শণ করেছেন।

আজ বুধবার দুপুর ১টায় বাংলাদেশে সুইজারল্যান্ডের রাস্ট্রদূত এইচ ই নাথালি চুয়ার্ড বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের তত্বাবধানে বাস্তবায়িত নাচোল পৌর এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও কঠিন বর্জ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শণ করেন। সুইস রাস্ট্রদূত নাচোল পৌরসভায় পৌঁছিলে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরে মেয়রের কক্ষে রাস্ট্রদূত দোভাষীর মাধ্যমে প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। রাস্ট্রদূত পৌরসভার পরিদর্শণ বহিতে মন্তব্যসহ স্বাক্ষর করেন। এসময় মেয়র আব্দুর রশিদ খান ঝালু, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। নাচোল পৌরসভা পরিদর্শনের পূর্বে উপজেলার গোলাবাড়ি এলাকায় ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাস্ট্রদূতের সাথে সুইস রাস্ট্রদূতের কার্যালয়ের প্রগ্রাম অফিসার সাবিনা ইয়সমিন লুবনা, কান্ট্রি ডিরেক্টর, হেকস ডোরা চৌধুরী ও ডাসকো ফাউন্ডেশনের রাজশাহী অফিসের সিইও একরামুল হক, ডাসকো ফাউন্ডেশনের নাচোল শাখার (টেকসই) প্রকল্পের পকল্প ব্যবস্থাপক কানিজ হুসনা আফরোজা উপস্থিত ছিলেন।

৩০০ বার ভিউ হয়েছে
0Shares