শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চার হাজার এক শো’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনার রাসায়নিক সার, ধান ও পাট(আঁশ)বীজ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সার-বীজ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারী কৃষি অফিসার, আমিনুল ইসলাম ও রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, ২০২২-২৩অর্থবছরে খরিফ-১/২০২৩-২০২৪মৌসুমে পাট(আঁশ) ও উফশী রোপা আউশ ধান ফষলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বীনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউিনিয়ন ও নাচোল পৌর এলাকার মোট চার হাজার এক শো’ কৃষকের প্রতিজনের মাঝে ১০কেজি ডিএপি, ১০ কেজি পটাশ ও ৫ কেজি করে উচ্চ ফলণশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।

৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS