মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

নাচোলে শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজং শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের প্রবেশ দ্বারে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও থানা পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক পুস্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভা ও স্মৃতিচারণ করা হয়। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যান্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা কার হয়।

২০৭ বার ভিউ হয়েছে
0Shares