শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গেনেড হামলায় নিহতদের স্মরনে নাচোলে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত

গেনেড হামলায় নিহতদের স্মরনে নাচোলে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিগত ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অফিসের সামনে ততকালীন বিএনপি সরকারের আমলে জঘন্যতম গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ৯টায় নাচোল মধ্যবাজার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল হকের সভাপতিত্বে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলণ, ২০০৪ সালে ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এ বর্বোরচিত গেনেড হামলায় আইভি রহমানসহ অন্যান্য নেতা-কর্মীগণ নিহত ও মাননীয় প্রধানমন্ত্রী গুরুতর আহত হবার ঘটনার তীব্র নিন্দা ও ওইদিন নিহতদের স্মরনে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ^াস ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীগণ।

১২৬ বার ভিউ হয়েছে
0Shares