শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে থানা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী সকল ব্যবসায়ীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন সরকার। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোস্তফা হোসেন। গীতা থেকে পাঠ করেন সাজু প্রসাদ গুপ্ত।

অনুষ্ঠানে সাংবাদিক পারভেজের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর মোহাম্মদ আল কামাহ তমাল, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, আমিন অটো রাইস মিল ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ রুহুল আমিন, দিনাজপুর জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, সাবেক পৌর মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি মর্তুজা সরকার মানিক সহ অন্যান্য অতিথিবৃন্দ। ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির কমিটি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত সভায় ফুলবাড়ী উপজেলার প্রায় দেড় হাজার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃদ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ব্যবসায়ী সমিতি।

১৫২ বার ভিউ হয়েছে
0Shares