মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ী ভূমি অফিসে ই-নামজারি অনলাইন খারিজের ভূয়া আবেদন

ফুলবাড়ী ভূমি অফিসে ই-নামজারি অনলাইন খারিজের ভূয়া আবেদন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিসে ই-নামজারি অনলাইন খারিজের ভূয়া আবেদন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর ইউনিয়নের মৃত্যু সিরাজুল ইসলাম এর পুত্র মোঃ ইসাহাক আলীর গত ২১/১১/২০২৩ইং তারিখ সহকারী কমিশনার ভূমি অফিসে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত আলহাজ্ব নজিবর রহমান এর পুত্র মোঃ মুশফিকুর রহমান (তুহিন) (৫০) তার পিতার সম্পাত্তি যাহার খতিয়ান নং-১৮৯, দাগ নং-৭২, পরিমান-৩১শতক। উক্ত সম্পত্তি পিতার নামে রয়েছে। উক্ত জমি খারিজের আবেদন করেন সহকারী কমিশনার ভূমি অফিসে মোঃ মুশফিকুর রহমান যাহার খারিজ খতিয়ান নং-১৮৯। এ্যাডভোকেট আলহাজ্ব নজিবর রহমান মৃত্যুর পর এক স্ত্রী এক কন্যা তিন পুত্র রেখে মৃত্যু বরণ করেন। উল্লেখ্য যে, মৃত্যু নজিবর রহমান এর পুত্র দিনাজপুর পৌরসভা থেকে ওয়ারিশন সনদপত্র নিয়ে জীবিত মা সফিকুন্নাহার কে ওয়ারিশনে মৃত্যু দেখিয়ে দুই ভায়ের নামে আখলাকুর রহমান ও বোন মোছাঃ জাকিয়া সুলতানা এবং মৃত্যু ভাই মাকসুমুল হাকিম এর ওয়ারিশ গংদেরকে গোপন রেখে ভূয়া ওয়ারিশন দাখিল করেন ফুলবাড়ী ভূমি অফিসে উক্ত জমি থেকে সকল ওয়ারিশগনকে বঞ্চিত করে একক ভাবে ঐ ৩১ শতক জমি নিজে আত্মসাত করার জন্য খারিজ আবেদন করেন। ফুলবাড়ী সহকারী কশিমনার ভূমি অফিসের ই-নামজারি যাহার কেস নং-ওঢ/২২৯৭/২৩-২৪। সেই খারিজে আপত্তি দাখিল করে আবেদন ইসহাক আলী। এ বিষয়ে জানা যায়, মুশফিকুর রহমান তুহিন এর উক্ত খারিজে মমিনুল নামের এক ব্যক্তি মোবাইল নম্বর দিয়ে আবেদন করেন। মুশফিকুর রহমান তুহিন এর সাথে যোগাযোগ করা হলে তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমির সাথে কথা বললে তিনি জানান, বাদী অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮২ বার ভিউ হয়েছে
0Shares