শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুরে শুটারগানসহ আটক-১

বিরামপুরে শুটারগানসহ আটক-১

নিজস্ব সংবাদদাতাঃবিরামপুর(দিনাজপুর)ঃ বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ার মামুদপুর গ্রাম থেকে জয়পুরহাট র‌্যাব-৫, একটি শুটারগান ও দুই রাউÐ কার্তুজসহ আব্দুল জব্বার (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেছে। পুলিশ শুক্রবার (১ ডিসে:) রিমাÐের আবেদনসহ তাকে দিনাজপুর আদালতে পাঠিয়েছে।

বিরামপুর থানার মামলা সূত্রে প্রকাশ, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ডিএডি নাজমুল আহসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে বৃহস্পতিবার (৩০ নভে:) রাত সাড়ে তিনটার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামে দছিমুদ্দিনের ছেলে আব্দুল জব্বারের ঘর থেকে একটি শুটারগান ও দুই রাউÐ কার্তুজ উদ্ধার করেন। এসময় র‌্যাব দল আব্দুল জব্বারকেও আটক করেন। র‌্যাব-৫ আসামীর বিরুদ্ধে ১৯-এ অস্ত্র আইন ১৮৭৮ ধারায় একটি মামলা করেছে। মামলা নং-২২, তারিখ ৩০.১১.২০২৩।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আব্দুল জব্বার তার ঘর থেকে শুটারগান উদ্ধারের সত্যতা স্বীকার করেছে।

৪১ বার ভিউ হয়েছে
0Shares