শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্বেলন কক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী মামুন ও উপজেলা ভাইস চেয়ারম্যারন মঞ্জু রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক, কাজিহাল ইউপি চেয়ারম্যান মো.মানিক রতন, শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, ২৯ বিজিবি নায়েক সুবেদার মোঃ মামুন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জল। এ সময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় উপজেলা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। পরিশেষে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীনের বিদায় উপলক্ষে এনজিও ফোরাম এর সাধারণ সম্পাদক ও বেসিক এনজিও’র নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন।

৪১ বার ভিউ হয়েছে
0Shares