শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জ বাগবাটীতে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ 

সিরাজগঞ্জ বাগবাটীতে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলা বাগনাটী ইউনিয়নে অতি দরিদ্র দের জন্য  কর্ম সংস্থান  ৪০ দিনের কর্ম সৃজন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে  মঙ্গলবার সকালে সরেজমিনে  গিয়ে  বাগবাটী ইউনিয়নের  ফুলকোচা পাকা রাস্তা থেকে  রাঙ্গালাগাতী বটতলা পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ প্রকল্পে কাগজ কলমে শ্রমিক ধরা রয়েছে ১৩০ জন বাস্তবে কাজ করছে ৪০ জন, এছাড়া পিপুলবাড়িয়া আমজাদ মুন্সীর বাড়ি  হইতে কাজিপুর রোড আব্দুল রহমানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পে  কাজ করার কথা রয়েছে ৫০ জন শ্রমিকের আর বাস্তবে কাজ করছে ২৬ জন শ্রমিক।  একই  চিত্র দেখা গেছে ওই ইউনিয়নের  কানগাতী পাকা রাস্তা হইতে আশ্রয়ন প্রকল্প রাস্তা মেরামত, এছাড়া বৌদ্ধ ধলডোপ পাকা রাস্তা হইতে কাদেরের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ও বাগবাটী জুরান মাস্টারের বাড়ির পাকা রাস্তা হইতে সালামের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতসহ বাকি প্রকল্পগুলোতে।  এবিষয়ে ফুলকোচা পাকা রাস্তা থেকে  রাঙ্গালাগাতী বটতলা পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ প্রকল্পের সভাপতি  ইউপি সদস্য  আব্দুল মালেক বলেন, প্রকল্পের বিষয়ে আমি কিছুই জানি না,আমাকে শুধু কাগজ কলমে সভাপতি রেখেছেন বাকি সব জানেন  চেয়ারম্যান।
আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন। একই কথা বলেন পিপুলবাড়িয়া আমজাদ মুন্সীর বাড়ি  হইতে কাজিপুর রোড আব্দুল রহমানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের সভাপতি  লিটন সেখ। এবিষয়ে বাগবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুধু  আমার এলাকায় না এরকম কাজ  সারা দেশেই হচ্ছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) সাইদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন  বিষয়টি আমি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares