শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পিতা-মাতার দেওয়া অভিযোগে মাদকসেবী সন্তান কারাগারে

পিতা-মাতার দেওয়া অভিযোগে মাদকসেবী সন্তান কারাগারে

আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৯ আগষ্ট/২২ইং ; জয়পুরহাটের আক্কেলপুরে মাদকসেবী এক সন্তানের বিরুদ্ধে পিতা-মাতার দেওয়া অভিযোগের পর অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ওয়াহেদ হোসেন (২১) নামের এক যুবককে। সে পৌর সদরের চক্রপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। দীর্ঘদিন ধরে মাদক সেবন করত ও মাদকের টাকার জন্য পিতা-মাতাকে নানাভাবে অত্যাচার চালাত।

ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকসেবী ওয়াহেদ মাদক সেবনের উদ্দেশ্যে টাকার জন্য তার পিতা-মাতাকে মারধর করত ও হত্যার হুমকী দিত। পিতা-মাতার এমন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে। আটকের পর আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম.হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সোমবার দুপুরে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম.হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS