শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে ইউ,পি মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

পার্বতীপুরে ইউ,পি মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মো: মিজানুর রহমান মিজান: দিনাজপুরে পার্বতীপুরে ইউ,পি মেম্বার হালিমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মুলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলার হামিদপুর ইউনিয়নের পূর্বশুকদেবপুর বেলডাঙ্গা গ্রামে শত শত গ্রাম বাসী এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সভাবেশ করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামিদপুর ইউনিয়নের পূর্বশুকদেবপুর বেলডাঙ্গা গ্রামের এনামুলের ছেলে মোঃ ইয়াসছন আলী (২৭) সুযোগ পেলেই একই ওয়ার্ডের মোঃ হালিম মেম্বারের মেয়ে হাবিবা আক্তার মোনালি (২৪)কে নানা কু-প্রস্তাব দিত। হাবিবা আক্তার ঘটনাটি তার স্বামী নুর আলী ও বাবা হালিম মেম্বারকে জানায় । গত ২ নভেম্বার বাবিবা আক্তার তা স্বামীর বাড়িতে থাকা কালে রাত ১০ দিকে সুযোগ বুঝে একই গ্রামের মোঃ ইয়াছিন আলী তাদের বাড়িতে ঢোকে । এ সময় ঘটনা টের পেয়ে স্বামী নুর আলী ও হাবিবা আক্তার তাকে জাপটে ধরে চিকার শুরু করলে এলাকা আশ পাশের লোকজন এসে ইয়াছিন কে গণ পিটুনি দেয়। পরে থানায় খবর দিলে পার্বতীপুর মডেল থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ৮ নভেম্বর^র ২০২৩ তারিখে হাবিবা আক্তার বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষন প্রচেষ্টা মামলা (মামলা নং- ১১, তারিখ ৮ /১১/২০২০৩) দায়ের করে। এতে ইয়াছিন আলীসহ ৭জন কে আসামী করা হয়। মামলা দায়েরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ইয়াছিন আলীর বাবা এনামুল বাদী হয়ে হাবিবা আক্তারের স্বামী নুর আলী ও বাবা স্থানীয় ইউপি মেম্বার হালিমসহ ৭জনকে আসামী করে গত ২১/১১/২৩ তারিখে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আমলী আদালতে মিথ্যা মামলা দায়ের করে। (মামলা নং সিআর-২৫১/২৩)। এরই প্রতিবাদে হালিম মেম্বরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষী ব্যাক্তিদের শাস্তি দাবি করেন দুই মেয়াদে নির্বাচিত বর্তমান ইউপি মেম্বার হালিম ও এলাকাবাসী। হালিম মেম্বার কেঁধে কেঁধে বলেন আমি দীর্ঘ দিন ধরে দু’বার লাগাতার মেম্বার হিসেবে এলাকার জণগণের সেবা করে আসছি । আমার পপুলারিটি নষ্ট করার জন্য কিছু খারাপ লোক আমাকে জণগনের নিকট হেয়প্রতিপন্ন করার চেষ্টায় করছেন। এ অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে আসামী ইয়াছিন আলী ও তার বাবা এনামুল হক বলেন, আপনি এলাকায় এসে শুনেন হালিম মেম্বার ও তার মেয়ে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, কি না?

৪৯ বার ভিউ হয়েছে
0Shares