শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত,আটক ১

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত,আটক ১

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রæতা ও ধান ক্ষেতে সেচ দেওয়ার বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুর আলম (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত আনিফ মীর(৪০) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুর আলম একই গ্রামের মোহাম্মদ হরমুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতা ও ধান ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে প্রতিপক্ষ আনিফ মীরসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে নুর আলমের ওপর হামলা চালায়। এতে ঘটঁনাস্থলেই মৃত্যু হয় নুর আলমের।

দুর্গাপুর থানার ওসি(তদন্ত) নুরুল আলম জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৪৮ বার ভিউ হয়েছে
0Shares