মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘায় ৫১ গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল

বাঘায় ৫১ গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতটি ইউনিয়নের ৫১ জন গ্রাম পুলিশের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বাইসাইকেল পেয়ে বাজুবাঘা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শফিকুল ইসলাম বলেন, এ বাইসাইকেল পেয়ে আগের চেয়ে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। কারণ আগে পায়ে হেটে বা ভ্যানে পরিষদের কাজ করতে গ্রামে যেতে হতো। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা দ্রæত গ্রামে পৌঁছে দিতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষে গ্রাম পুলিশদের সাইকেল দিয়ে কাজে গতি বাড়াতে সহায়তা করেছেন। তারা কোন গাফলতি না করে এক স্থান থেকে অন্য স্থানে এখন দ্রæত কাজ করতে পারবেন।

১৮৩ বার ভিউ হয়েছে
0Shares