শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে করতোয়া নদীর ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড়ে করতোয়া নদীর ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড় :পঞ্চগড় করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর জুম্মা নামাজের পর পঞ্চগড় শহরের করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে মেহেদী বাবু (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
মেহেদী বাবু ঠাকুরগাও জেলা শহরের নিশ্চিন্তপুর গ্রামের মৃত:সাফায়তুল্রাহ পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুরে নদীতে পাথর তুলার সময় পাথর তোলা শ্রমিকরা ব্রীজের নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
সেখানে মরদেহের সুরতালহাল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান,করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তেরর রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে।

৩৭৮ বার ভিউ হয়েছে
0Shares