শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাংবাদিক নাদিম হত্যার অভিযুক্ত প্রধান আসামী চেয়ারম্যান দেবীগঞ্জে আটক

সাংবাদিক নাদিম হত্যার অভিযুক্ত প্রধান আসামী চেয়ারম্যান দেবীগঞ্জে আটক

পঞ্চগড় : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার অভিযুক্ত প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জে আটক করেছে র‍্যাব।
শনিবার ১৭ জুন সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা থেকে আগত র‍্যাবের তিনটি দল ভোর রাতে এসে চর তিস্তাপাড়া তার চাচা মমতাজ আলীর বাড়ীতে থাকা কালে চেয়ারম্যানকে আটক করে।
এসময় তার সঙ্গে থাকা আরো দুজন ব্যাক্তিকেও আটক করেছে র‍্যাব।
স্থানীয়রা জানায় জামালপুর এলাকার অনেক মানুষ দেবীগঞ্জ অঞ্চলে দির্ঘদিন যাবত বসবাস করে আসতেছে। সেকারণেই আসামী মাহমুদুল আলম বাবুর এই এলাকায় আশ্রয় নিয়েছিল।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ  জানান,জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‌্যাবের হাতে আটকের বিষয়টি সংবাদ প্রতিক্ষনকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

১৪৩ বার ভিউ হয়েছে
0Shares