শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে জেন্ডার সমতা এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা

পঞ্চগড়ে জেন্ডার সমতা এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় সভা

পঞ্চগড় : পঞ্চগড়ে জেন্ডার সমতা এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
জেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি পিয়ারা বেগমের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,নিলুফার ইয়াসমিন,বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দীন প্রধান, পঞ্চগড় ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, বিকাশ বাংলাদেশের রিজিওনাল কো অর্ডিনেটর আতিকুর রহমান,উপজেলা কো-অর্ডিনেটর রেহানা পারভীন সহ অনেকে।

১০৭ বার ভিউ হয়েছে
0Shares