শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে ঘনকুয়াশায় আকাশে নেই সূর্যের তাপ

পঞ্চগড়ে ঘনকুয়াশায় আকাশে নেই সূর্যের তাপ

 পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরে হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে গা হিম হয়ে আসে। অসম্ভব ঠান্ডা অনুভূত হয়। শহরের চেয়ে গ্রামাঞ্চলে ঠান্ডার প্রকোপ বেশি। ভোরে ঘনকুয়াশার কারণে পথঘাটে হেডলাইট জ্বালিয়েও যানবাহন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে গাড়ী চালকদের। শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। কেউ কেউ রাত কিংবা ভোরে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেন।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,আজ শনিবার(৩১ডিসেম্বর) সকাল ৯টায় দেশের মধ্যে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানায় তাপমাত্রা আরো নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসন জানায় শীতবস্ত্র দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণের প্রক্রিয়া চলছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান,’হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে গা হিম হয়ে আসে।
আজ সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

৬৭ বার ভিউ হয়েছে
0Shares