বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা

আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে রবিবার ৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলায় নব নিয়োগপ্রাপ্ত ৯০ জন শিক্ষক-শিক্ষিকাকে ফুটন্ত গোলাপ দিয়ে বরণ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়।
এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। সহকারী শিক্ষা অফিসার জ্যাতিষ্ময় রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের ভূমিকা শীর্ষক পরামর্শমুলক গুরুত্বপুর্ণ আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ সহ গণমাধ্যমকর্মীগণ।

৯৭ বার ভিউ হয়েছে
0Shares