শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে বজ্রপাতে পাহাড়ি গৃহবধুর মৃত্যু

পানছড়িতে বজ্রপাতে পাহাড়ি গৃহবধুর মৃত্যু

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি। খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ জুন) সন্ধ্যায় রান্না ঘরে থাকা অবস্থায় মৃ্ত্যু হয়।

স্থানীয়রা জানান, দীপন কান্তি ত্রিপুরার গৃহবধুর নাম বীরবালা ত্রিপুরা (৩৫)। সে উপজেলার ৪নং লতিবান ইউপির ৩নং ওয়ার্ডের গঙ্গারামপাড়ার দীপন কান্তি ত্রিপুরার সহধর্মিনী।

স্থানীয় ইউপি সদস্য কলনজয় ত্রিপুরা বলেন, বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. রাজেশ দেব তাকে মৃত ঘোষণা করেন।

এই খবরে হাসপাতালের ছুটে আসেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও ৪নং লতিবান ইউপির প্যানেল চেয়ারম্যান বিনয় চাকমা।

এসময় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নিহত পরিবারের জন্য ১৫ হাজার ও লতিবান ইউপির পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

৯০ বার ভিউ হয়েছে
0Shares