শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে আওয়ামী লীগের বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত    

পানছড়িতে আওয়ামী লীগের বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত    

 প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার পানছড়িতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯’সেপ্টেম্বর বিকাল ৪’টা থেকে পানছড়ি বাজারের প্রধান সড়কের পাশেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও সহ-দপ্তর সম্পাদক আবদুর রহমান খোকনের সঞ্চালিত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন ২৯৮নং আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল মোমিন।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বিকাল ৩’টা থেকেই মিছিলে মিছিলে মুখরতি হয়ে উঠে পানছড়ি বাজার এলাকা। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধু না থাকলেও বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সামনের দিতে এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাবে। তিনি বলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাথে কেউ কখনো পারে নাই পারবেও না। শেখ হাসিনা একদিনে একশত ব্রীজ উদ্বোধন করে বিশে^র ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মধ্যে ৪২’টা ব্রীজ খাগড়াছড়ি জেলায়। আর খালেদা জিয়া বিএনপি তারা একদিনে ৬৪’টি জেলার বিভিন্ন জায়গায় একসাথে ফাটাল পাঁচশত বোমা। এটাও একটি দৃষ্টান্ত। আওয়ামী লীগ আর বিএনপি’র পার্থক্যটা হলো এই জায়গায়। উন্নয়ন মানেই শেখ হাসিনা। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌর মেয়ন নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ দিদারুল আলম দিদার সহ জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্ধরা।

৬৭ বার ভিউ হয়েছে
0Shares