বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
খাগড়াছড়িতে শ্রী শ্রী গীতা জয়ন্তী পালিত

খাগড়াছড়িতে শ্রী শ্রী গীতা জয়ন্তী পালিত

বিটন চৌধুরী। জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। বাগীশিক খাগড়াছড়ি সদর উপজেলা সংসদের আয়োজনে জেলা সংসদের সহযোগিতায় শ্রীমদ্ভগবদ গীতা আর্বিভাব উৎসব শ্রী শ্রী গীতা জয়ন্তী পালিত হয়েছে। আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকার ১০টায় খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে তুষার কান্তি ধর সঞ্চালনায় শ্রী প্রভাত তালুকদার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শ্রী নির্মল দেব, সহ সভাপতি শ্রী আশীষ ভট্টাচার্য্য, উপদেষ্টা শ্রী মনোরঞ্জন দেব, খাগড়ছড়ি পৌরসভার প্যানেল মেয়র -২ শ্রী পরিমল দেবনাথ, ইসকন জাগ্রত ছাত্র সমাজের গীতা শিক্ষা পরিচালক সমর্পিত কৃষ্ণ  চৈতন্য দাস, বাগীশিক উত্তর চট্টগাম জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক শ্রী সুমন দেবনাথ, শ্রী বিপ্লব তালুকদার,  এছাড়া সদর ও জেলা সংসদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দিন ব্যাপী সকালে গীতাপাঠ প্রতিযোগিতা, পাঠকৃত গীতার আলোকে আলোচনা সভা, সদরের বিভিন্ন গীতা শিক্ষাকেন্দ্রে গীতাদান, পুরস্কার বিতরন ও গীতা পূজা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ব্যক্তব রাখেন, লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শ্রী নির্মল দেব, সহ সভাপতি শ্রী আশীষ ভট্টাচার্য্য, উপদেষ্টা শ্রী মনোরঞ্জন দেব, খাগড়ছড়ি পৌরসভার প্যানেল মেয়র -২ শ্রী পরিমল দেবনাথ, ইসকন জাগ্রত ছাত্র সমাজের গীতা শিক্ষা পরিচালক সমর্পিত কৃষ্ণ  চৈতন্য দাস, বাগীশিক উত্তর চট্টগাম জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক শ্রী সুমন দেবনাথ,বাগীশিক সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব তালুকদার।সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন ও সমবেত প্রার্থনা অনুষ্টানের কথা রয়েছে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares