শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পানছড়িতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পানছড়িতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন বিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রবারণা পূর্ণিমা। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব। এই প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ব্যতিক্রমী এক অনুষ্ঠান সাজিয়েছিল উপজেলার তালতলা জ্যোর্তিময় কার্বারী পাড়ার লতিবান আর্য্যমিত্র বৌদ্ধ বিহার। এলাকার শিক্ষিত বেকার-যুবক যুবতীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও বই পড়া উৎসবের আয়োজন সাজিয়েছিল বিহারের অধ্যক্ষ ভদন্ত সুদর্শী স্থবির। “হে তরুণ এসো মাদক মুক্ত সমাজ গড়ি, কারিগরি শিক্ষার পথ ধরি” “ পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই” এ প্রতিপাদ্যর ব্যানারে ২৮’অক্টোবর শনিবার সকাল ১১টায় ফিতা কেটে এই উৎসবের উদ্বোধন করা হয়। বিহারের অধ্যক্ষ ভদন্ত সুদর্শী স্থবির বক্তব্যর মাঝে প্রবারণা পূর্ণিমা, কম্পিউটার প্রশিক্ষণ ও বই পড়া নিয়ে নানান দিক নির্দেশনামুলক কথা তুলে ধরেন। তাঁর এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব চাকমা (কার্বারী) ও বিকাশ মনি মাষ্টার।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS