বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ির ইমাম-মোয়াজ্জিমদের ঈদ উপহার প্রদান

পানছড়ির ইমাম-মোয়াজ্জিমদের ঈদ উপহার প্রদান

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ১৯’এপ্রিল ২০২৩ :; পানছড়ির বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিমদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। প্রথমবারের মতো সুন্দর এই অনুষ্ঠানটির আয়োজক ছিল পানছড়ি উপজেলা প্রশাসন। ১৯’এপ্রিল (বুধবার) দুপুর বারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় থেকে আসা এই অর্থ খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ থেকে বাছাইকরা ১৫জন ইমাম ও ১৫জন মোয়াজ্জিমকে এ অর্থ প্রদান করা হয়। প্রথমবারের মতো এই সহায়তা পেয়ে ইমাম ও মোয়াজ্জিমরা দারুণ খুশী হয়েছে বলে জানান। সকলে জেলা প্রশাসক ও ইউএনও’র প্রতি দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাব্বির রহমান।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares