শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি।  পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে খাগড়াছড়ি  মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা জোনের উদ্যােগে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করে।

আজ বুধবার (২৮জুন) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি উদ্যােগে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ মাঠে অসহায় দু:স্থ মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো:কামরুল হাসান পিএসসি।পোলাও চাল, ভোজ্য তেল, আটা, ডাল, চিনি ও লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো:মুরাদ হোসাইন পিএসসি, মাটিরাঙ্গা জোনের মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো. হারুনুর রশীদসহ পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাটিরাঙ্গা জোনের জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল কামরুল হাসান পিএসসি বলেন,পাহাড়ের সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর এই প্রচেষ্ঠা। ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

৬০ বার ভিউ হয়েছে
0Shares