বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পানছড়িতে সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি, ; এতিম শিশুর অভিভাবক, অরক্ষিত শিশু-বৃদ্ধ ও দু:স্থ পরিবারের সামাজিক সুরক্ষার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফ লং সাক্সেস অফ অরফান ডিলড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্পের আয়োজনে এই কর্মশালার বাস্তবায়ন করেছে জাবারাং কল্যাণ সমিতি। ৯’মে (মঙ্গলবার) সকাল ১০’টা থেকে ২নং চেংগী ইউপির সারিবালা মহাবিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। জাবারাংয়ের পানছড়ি উপজেলা কো-অডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়–য়া ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ। অনুষ্ঠানে বক্তারা দিক নির্দেশনা মুলক নানান পরামর্শ তুলে ধরেন। এ সময় ২নং চেংগী ইফপি’র ইউপি সদস্য/সদস্যা ও এতিম শিশুর অভিভাবক, অরক্ষিত শিশু-বৃদ্ধ ও দু:স্থ পরিবারের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

৭৪ বার ভিউ হয়েছে
0Shares