শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে টিসিবিতে নতৃন সংযুক্তি ৫ কেজি: চাল

পানছড়িতে টিসিবিতে নতৃন সংযুক্তি ৫ কেজি: চাল

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি): পানছড়ি উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’তে নতুন সংযুক্তি হয়েছে ৫ কেজি: চাল। কার্ডধারী সুৃবিধাভোগীরা প্রতি কেজি: চাল পাবে ত্রিশ টাকা দরে। ২৪’জুলাই সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ সংলগ্ন গোলঘর এলাকায় নতুনভাবে ৫ কেজি: চাল সংযুক্তির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কফিল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা ও পানছড়ি প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আপনারা দীর্ঘদিন ধরে টিসিবি’র পন্য পেয়ে আসতেছেন। বর্তমানে নতুনভাবে যুক্ত হয়েছে ৫ কেজি: চাল। যাদেরকে কার্ড সরবরাহ করা হয়েছে তারাই শুধু শৃংঙ্খলাবদ্ধভাবে পন্য গ্রহন করার অনুরোধ জানান। সরকারের এই মহতী উদ্দ্যেগকে সফলভাবে বাস্তবায়ন করাই মুল লক্ষ্য বলে জানান তিনি। এদিকে ৫ কেজি: চাল, ২ কেজি: সয়াবিন তেল ও ২ কেজি: মশুর ডালের প্যাকেজ ৪৭০ টাকা দরে পেয়ে দারুণ খুশী সুৃবিধাভোগীরা।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS