শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাঁজাসহ পানছড়িতে আটক-২

গাঁজাসহ পানছড়িতে আটক-২

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ৯’জুন ২০২৩ : গাঁজাসহ দুইজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক মো: নাছির (৩৫) রাঙামাটি জেলার লংগদু থানার করল্যাছড়ি ইউপির আদারুকছড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত জয়নাল আবেদীন। অপরদিকে মো: ওয়াছ কুরুনী (৩০) খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সোবহানপুর ছোট মেরুয়ের বাসিন্দা। তার পিতার নাম মো: হাবিব। জানা যায়, ৯’মে (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ দিক নির্দেশনা প্রদান করেন বিশেষ অভিযান পরিচালনাকারী দলকে। দলনেতা এসআই অনিক কুমার দে’র নেতৃত্বে বিকাল আনুমানিক সাড়ে তিনটায় পানছড়ি ইসলামপুর জোহর আলীর “স” মিল এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করে। পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদ্বয়ের বিরুদ্ধে অত্র থানায় মামলা রুজু হয়েছে।

১১২ বার ভিউ হয়েছে
0Shares