মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ির নির্বাচনী এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

পানছড়ির নির্বাচনী এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে এবং নির্বাচনী এলাকায় আইন-শৃংঙ্খলা রক্ষার্থে সারা দেশের ন্যায় পানছড়ি উপজেলাতেও বিজিবি মোতায়েন করা হয়।

২৯ডিসেম্বর (শুক্রবার) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সদর দপ্তর হতে ৬ প্লাটুন বিজিবি সদস্য অধিনায়ক লে. কর্ণেল এ কে এম আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে টহল কার্যক্রম পরিচালনা করতে দেখ্ াযায়। বে-সামরিক প্রশাসনকে সহায়তা করার নিমিত্তে “ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার” এর আওতায় ২৯ডিসেম্বর হতে ১০ জানুয়ারী’২০২৪ পর্যন্ত বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

৭১ বার ভিউ হয়েছে
0Shares