শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রামগড়ে অবৈধ ভারতীয় চিনি জব্দ

রামগড়ে অবৈধ ভারতীয় চিনি জব্দ

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি।খাগড়াছড়ি রামগড় উপজেলার মর্টারটিলা এলাকা থেকে ৪৩ বিজিবির অভিযান চালিয়ে  অবৈধভাবে আনিত ভারতীয় চিনি জব্দ করা হয়।

আজ শুক্রবার(১৮ই আগস্ট) সকাল ১১টায় রামগড় ৪৩ বিজিবি লাচারিপাড়া বিওপিতে কর্মরত নায়েব সুবেদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মর্টারটিলা স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় ১০০ কেজি চিনি জব্দ করা হয়েছে। যার বাজারমুল্য ১লক্ষ ৫০হাজার টাকা।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত চিনি বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

৩২ বার ভিউ হয়েছে
0Shares