শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে পানছড়িতে মানববন্ধন

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে পানছড়িতে মানববন্ধন

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ২৫ মার্চ ২০২৩  : ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে পানছড়িতে মানববন্ধন হয়েছে। এর আয়োজক ছিল পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি। ২৫ মার্চ (শনিবার) সকাল ১১ টা থেকে পানছড়ি- লোগাং সড়কের মণিপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহবায়ক শান্তি জীবন চাকমা। ২নং চেংগী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, কিরণ ত্রিপুরা, অসেতু বিকাশ চাকমা, সুব্রত চাকমা, কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেম রঞ্জন কার্বারী, চেংগী ইউপির চেয়ারম্যান আনন্দ জয় চাকমা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চাইনা ভাইয়ে ভাইয়ে মারামারি হানাহানি হোক। অন্য কোথাও মারামারি হলেও পানছড়িতে না করার জন্য জেমসএস’র প্রতি আহবান জানানো হয়।
৭৩ বার ভিউ হয়েছে
0Shares