শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শিশুদের নিয়ে পানছড়িতে শিশু দিবস উদযাপন

শিশুদের নিয়ে পানছড়িতে শিশু দিবস উদযাপন

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি : বর্ণিল আয়োজনে পানছড়িতে উদযাপন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাহারী পোশাক, কানে দুল, খোপায় ফুল, হাতে চুড়ি আর পায়ে নুপুর পরা শিশুদের আগমনে উপজেলা পরিষদ এলাকা ছিল মুখরিত। দিনের শুরুতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দলীয় কার্যালয়ে দোয়া ও মুনাজাত শেষে শিশুদের উপস্থিতিতে কেক কাটা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদে শিশুদের উপস্থিতিতে কেক কাটা হয়। সকাল দশটা থেকে ক্ষুদে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় শিশুরা দৃষ্টিনন্দন নৃত্যর তালে তালে মাতিয়ে রাখে পুরো উপজেলা পরিষদ মিলনায়তন। অতিথি ও দর্শনার্থীরা করতালির মাধ্যমে শিশুদের উৎসাহ যোগান। দিবসটির তাৎপর্য, দিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষনীয় পুরষ্কার হাতে তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares